ইউপি সদস্যের নেতৃত্বে ৩ঘণ্টার ব্যবধানে শুরু হয় সড়ক নির্মাণ কাজ

ছিদ্দিক আকবর বাহাদুর ও এলাকাবাসীর উপস্থিতিতে সড়ক নির্মাণ কাজ


প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি বিএম বেলাল।




শিরোনাম দেখে হয়তো অনেকে অবাক হয়ে গেছেন। কিভাবে হয়ে গেছে ৩ঘণ্টার ব্যবধানে সড়ক নির্মাণ কাজ। 





আসলেই তাই বিস্তারিত দেখুন নিচে ⤵️



চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ২নং ওয়ার্ডস্ত জালিয়াখালী নতুন বাজারের পশ্চিম পাশে নদীতে পানির প্রবাল স্রোতের কারণে হেড়পাড়া বেড়িবাঁধ সড়ক ভেঙ্গে যায়।আজ(১৯/০৮/২০ইং) বেলা ১২:৪৫ ঘটিকায়

এই ভাঙচুর সৃষ্টি হয়েছে। এর কারণে হেড়পাড়া ও শাপলা পাড়ার ৩০টির ও বেশি বাড়িতে পানি ঢোকার উপক্রম যা বন্যা পরিস্থিতির মতো কার্যক্রম শুরু হ‌ওয়ার মতো। এই ভাঙচুরের কারণে আরো ক্ষতি হয় দুই একটা মৎস্য চাষ প্রজেক্ট, বাহির হয়ে যায় হাজার হাজার টাকার মাছ। এবং একই সাথে ব্লক হয়ে যায় বঙ্গবন্ধু স্কুল রোড। এমন পরিস্থিতি সৃষ্টি হ‌ওয়ায় শীলকূপ ইউনিয়নের ইউপি সদস্য সিদ্দিক আকবর (বাহাদুর) এর নেতৃত্বে তার নিজ অর্থায়নে ও এলাকাবাসীর সহযোগিতায় ৪:১৫ ঘটিকায় নির্মাণ কাজ শুরু করেন। BDNewsbangla এ বিষয়ে স্থানীয় লোকজন জনের সাথে কথা বললে, জানা যায় সড়কের এই জায়গায় অনেক আগেই নির্মাণ কাজ শুরু করা উচিত ছিল।





যাই হোক আজকে ইউপি সদস্য সিদ্দিক আকবর (বাহাদুর) ভাইয়ের নেতৃত্বে এই কাজ সম্পন্ন হ‌ওয়ায় সবাই তাকে ধন্যবাদ জানাই এবং তার জন্য শুভ কামনা করেন। BDNewsbangla এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর এর সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন আমি এই এলাকার একজন ইউপি সদস্য,তাই এলাকার উন্নয়নে কাজ করা আমার একান্ত জরুরি। আমার যতটুকু সম্ভব এই এলাকার উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন, আগামী সময়ে এই এলাকার সকল রোডের নির্মাণ কাজ শুরু করা হবে।




সড়ক নির্মাণে এলাকাবাসী ও ইউপি সদস্য
সড়ক নির্মাণে সময় এলাকাবাসী
সড়ক নির্মাণে সময় এলাকাবাসী(সন্ধ্যায়)
সড়ক নির্মাণে সময় এলাকাবাসী(সন্ধ্যায়)


No comments:

Post a Comment