প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি বিএম বেলাল। আজকে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশের ৫টি জেলার সকল দর্শনীয় স্থানের নাম। জেলাগুলো হলোঃ চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও কুমিল্লা জেলা।
চট্টগ্রাম জেলা
- মেধষ মুনি আশ্র
- কৈবল্যধাম আশ্রম
- চট্টেশ্বরী মন্দির
- সীতাকুণ্ড
- ঋষি ধাম
- আমানত শাহ (রহ.) এর মাজার
- আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
- ওয়ালী খান মসজিদ
- চট্টগ্রাম কোর্ট বিল্ডিং
- চট্টগ্রাম চিড়িয়াখানা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর
- চট্টগ্রাম বৌদ্ধ বিহার
- জাতি-তাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম
- জিয়া স্মৃতি জাদুঘর
- জেএম সেন হল
- ডিসি হিল
- নাফাখুম জলপ্রপাত
- পতেঙ্গা
- ফয়েজ লেক
- বখশী হামিদ মসজিদ
- বদর আউলিয়ার দরগাহ
- বাঁশখালী ইকোপার্ক
- বাটালি পাহাড়
- বায়েজিদ বোস্তামীর মাজার
- বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক, সীতাকুণ্ড
- মহামায়া লেক
- লালদিঘি (চট্টগ্রাম)
- সিআরবি
- ভাটিয়ারী লেক
- খইয়াছড়া ঝর্না মিরেশরাই
- পারকির চর সমুদ্র সৈকত
- নোয়াখালির নিঝুম দ্বিপ
রাঙ্গামাটি জেলা
- সাজেক
- নিরিবিলি রিসোর্ট
- কাপ্তাই হ্রদ
- রাজবন বিহার
- ঝুলন্ত সেতু
- রাজা জং বসাক খানের দীঘি ও মসজিদ
- শুভলং ঝর্ণা।
- নিরিবিলি রিসোর্ট
- সাজক মনোঘর
- মনোআদাম
- হাজাছড়া ঝর্না
- কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র
খাগড়াছড়ি জেলা
- রামগড়
- আলুটিলা গুহা
- রিছাং ঝর্না
- তারেং
- গুইমারা
- জেলা পরিষদ হর্টিকালচার পার্ক(ঝুলন- ব্রীজ)
- দেবতা পুকুর
- পানছড়ি অরণ্য কুঠির
- পুরাতন চা বাগান
- বৌদ্ধ মন্দির
- মং রাজবাড়ি
- মাতাই পুখিরি
- রামগড় চা বাগান
- রামগড় পার্ক ও ঝুলন্ত ব্রিজ
- রামগড় বি জি বি স্মৃতিসৌধ
- রামগড় পাহাড় ও টিলা
- লক্ষীছড়ি জলপ্রপাত
- সিন্ধুকছড়ি পুকুর
- স্বার্থক
- কলসির মুখ রামগড়
- ভারত বাংলাদেশ বর্ডার
- হাতিমাথা পাহাড়ঃ (পাহাড়িরা একে এ্যাডোশিরা মোন বলে। এ্যাডো শব্দের মানে হাতি আর শিরা মানে মাথা।)
কক্সবাজার জেলা
- কক্সবাজার সমুদ্র সৈকত
- ইনানী সমুদ্র সৈকত
- লাভনী সমুদ্র সৈকত
- হিমছড়ি
- আগভামেধা বুদ্ধ খেয়াং
- আদিনাথ মন্দির (মহেশখালী উপজেলা)
- কালারমা মসজিদ
- কুতুপালাং বুদ্ধ মন্দির
- কুতুব আউলিয়ার সমাধি
- পাটাবাড়ি বুদ্ধ খেয়াং
- বীর কামলা দিঘী (কুতুবদিয়া উপজেলা)
- বুদ্ধের প্যাগোডা এক গম্বুজ মসজিদ
- মাথিন কূপ (টেকনাফ উপজেলা)
- মানিকপুরেরে ফজল কুকের সাতগম্বুজ মসজিদ
- রামকট হিন্দু মন্দির
- রামকোট বুদ্ধ খেয়াং
- লামাপাড়া বুদ্ধ খেয়াং (উখিয়া উপজেলা)
- শাহ ওমরের সমাধি (চকোরিয়া উপজেলা)
- হাসের দিঘী
কুমিল্লা জেলা
- আনন্দ বিহার
- ধর্মসাগর দীঘি
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি
- বোটানিক্যাল গার্ডেন
- ময়নামতি ওয়ার সেমেট্রি
- ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও যাদুঘর
- শালবন বিহার
- নবাব ফয়জুন্নেসার বাড়ী, লাকসাম
- ভাউকসার জমিদার বাড়ী , বরুরা
- লালমাই পাহাড়
- চণ্ডীমুড়া মন্দির
- কুমিল্লা সেনানিবাস
- বেওলাইনের মঠ, বরুরা
- আদিনামুরা মাজার , বরুরা
- দুতিয়া দিঘি
- কুমিল্লা চিড়িয়াখানা
- ম্যাজিক প্যারাডাইস পার্ক
- ফান টাউন
আমার এই অয়েবসাইটে বাংলাদেশের প্রতিটি জেলার দর্শনীয় স্থানের তালিকা দেওয়া হবে। তারপর প্রত্যেকটি দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত (কিভাবে যাবেন,কি খাবেন, কোথায় থাকবেন, কতো টাকা লাগবে ইত্যাদি) জানতে পারবেন।
ভ্রমণ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই অয়েবসাইটে।
তাই সবাই আমার সাথেই থাকুন।
উপরিউক্ত ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন
ভ্রমণ সহায়ক (সরাসরি)
📲01879106658
📧 www.belal5554@gmail.com
ধন্যবাদ সবাইকে
Welcome to Shoj travel
ReplyDeleteVery good
ReplyDeleteGood
ReplyDelete